অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর এলাকার ব্যস্ততম বুইকারা সরখোলা সড়কে একটু
বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থীসহ এলাকাবাসী পড়েন
চরম দুর্ভোগে। জলাবদ্ধতার কারণে সৃষ্ট খানাখন্দে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা।
দ্রুত এ সড়ক সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন
করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকারা সরখোলা
সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি হাসপাতাল, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান,
মসজিদ ও আবাসিক এলাকার মানুষ চলাচলের একমাত্র পথ এটি। অথচ সামান্য বৃষ্টি
হলেই সড়কটির বুইকারা অংশের শুরুতে নাজমুন নাহার তা’লীমুল কুরআন মাদরাসার
সামনে থেকে বুইকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় আধা
কিলোমিটার অংশে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এই জলাবদ্ধতার কারণে
তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ। যে কারণে প্রায় ঘটে দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা শেখ মতিয়ার রহমান বলেন, সড়কটির দ্রুত সংস্কার প্রয়োজন।
সে ক্ষেত্রে জলাবদ্ধ অংশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন করতে হবে। এরপর নিচু অংশ
ভরাট করে সড়কটি উচু করতে হবে। তাহলেই সমস্যার স্থায়ী সমাধান হবে। এ
ব্যাপারে গত রোববার এলাকার ভুক্তভোগী ৭০ পরিবারের পক্ষথেকে গণস্বাক্ষরিত একটি
আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম বলেন,
বুইকারা-সরখোলা সড়ক সংস্কারে ড্রেনসহ উচুকরণের প্রস্তাব উর্দ্ধতন
কর্তৃপক্ষর নিকট জমা দেওয়া রয়েছে। অনুমোদন হলে দ্রুত কাজ শুরু করা হবে।
এ ব্যাপারে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন,
সড়ক সংস্কারের জন্য এলাকাবাসীর গণস্বাক্ষর করা একটি লিখিত আবেদনপত্র
পেয়েছি। পৌর কর্তৃপক্ষকে ব্যবস্থাগ্রহণ করতে বলা হয়েছে।















