আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যশোরে জমি ও ভবন দখলের চেষ্টা, বাধার মুখে পিছু হটলো দখলকারীরা

0
128

স্টাফ রিপোর্ট : যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা মৌজায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি ও ভবন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে শাপলা পারভিন ও মোঃ হুমায়ুন কবিরের বিরুদ্ধে।
সূত্র জানায়, সিনিয়র সহকারী জজ আদালত, যশোর সদর-এর দেওয়ানী মোকদ্মা নং ১৫৪/২৫ মোতাবেক খোলাডাঙ্গা মৌজার আর.এস. খতিয়ান নং ১৬২৬, নামজারী খতিয়ান নং ২৬২৩, আর.এস. দাগ নং ২৩৭১, জমির পরিমাণ ২.৫০ শতক জমির উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে আদালত। উক্ত নিষেধাজ্ঞায় শাপলা পারভিন ও মোঃ হুমায়ুন কবির সহ প্রবেশ, দখল বা কোনো কার্যক্রম পরিচালনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়।
আইনগতভাবে জমি ও একতলা বিশিষ্ট ভবনের যেকোনো ধরনের প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও ২১ এপ্রিল ২০২৫ তারিখে সন্ধ্যার পূর্বে অভিযুক্তরা কিছু অজ্ঞাতনামা লোকজন নিয়ে এসে উক্ত স্থানে ভাঙচুর ও জবরদখলের চেষ্টা চালায়।
জমি ও ভবনের মালিক মোছা. আসমা মাহমুদের পক্ষে তার আমমোক্তাকারী মোহাম্মদ আলী জিন্নাহ তাদের বাধা প্রদান করলে তারা এলাকা ত্যাগ করতে বাধ্য হয়।
এ বিষয়ে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায়ও তারা বেআইনিভাবে জমি দখলের চেষ্টা করেছে। আমি বাধা দিলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে আদালতে ‘ভায়োলেশন মামলা’ দাখিলের প্রস্তুতি চলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here