জিয়াউর রহমান এ দেশের মানুষের ভোট ও মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন – অনিন্দ্য ইসলাম অমিত

0
221

যশোর অফিস : “জিয়াউর রহমান এ দেশের মানুষের ভোট ও মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন,”মঙ্গলবার যশোরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “বিগত ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করে আসছে। মানুষের অধিকার রক্ষায় বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।” সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here