বেনাপোলে স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টায় ছয় নারী আটক

0
116

যশোর অফিস : যশোরের বেনাপোলে প্রতারণার ফাঁদে ফেলে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ছয় নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহায়তায় ছিনতাইকারীদের ধরে পুলিশে সোপর্দ করা হয়।
আটক নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের শিপনের স্ত্রী সাহানা আক্তার, ফিরোজের মেয়ে ইভা আক্তার, ইয়াসিনের স্ত্রী সুলতানা খাতুন, পলাশের স্ত্রী মোর্শেদা, মালিলের স্ত্রী রাবেয়া এবং জুয়েলের স্ত্রী নারগিস বেগম।
ঘটনার বিবরণে জানা যায়, এক গৃহবধূ বেনাপোল বাজার থেকে ইজিবাইকে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বোরকা পরা ছয় নারী একই ইজিবাইকে ওঠেন। পরে তারা কৌশলে গৃহবধূকে জিম্মি করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। গৃহবধূ ভয় পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে ফেলেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে এসে ছয় নারীকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃত নারীরা পেশাদার ছিনতাইকারী। দেশের বিভিন্ন এলাকায় তারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
তিনি আরও জানান, আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here