কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় এবার এক বিএনপির নেতা ঈদগাহ কবরস্থানের গাছ ও ডালপালা বিক্রি ও বিক্রির টাকা আত্মসাৎ করেছে।
তিনি ঈদগাহ কবরস্থান কমিটির কোনো দায়িত্বে না থেকে ও দলীয় প্রভাব খাটিয়ে ঐ টাকা গুলো মেরে দেন।
বলছি নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি কাবুল বিশ্বাসের কথা।তিনি এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার গাছ বিক্রি করেছে বহুবার।এবার তিনি সরসপুর পহরডাঙ্গা ঈদগাহ করবস্থানের গাছ ও গাছের ডাল বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে।এ ঘটনা নিয়ে এলাকায় চলছে সমালোচোনা।
স্থানীয় ও ঈদগাহ কবরস্থান কমিটি সূত্রে জানা যায়,হাসিনা সরকার পতনের কিছুদিন আগে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করে কালিয়া পল্লী বিদ্যুৎ অফিস।ঐ সময় বিদ্যুতের তার খুটিতে সংযোগ দেওয়ার জন্য ১টি সিরিজ গাছ ও কয়েকটি গাছের ডালপালা কাটা হয়।সেই গাছ ও ডালপালা প্রভাব দেখিয়ে বিক্রি করেন বিএনপি নেতা কাবুল বিশ্বাস।এবং বিক্রির ১৭ হাজার টাকা তিনি কমিটির কাছে জমা না দিয়ে আত্মসাৎ করেন।আট মাস হয়ে গেলে ও টাকা না দেওয়ায় এ নিয়ে শুরু হয়েছে সমালোচোনা।
এ বিষয়ে কবরস্থান কমিটির ক্যাশিয়ার জাহাঙ্গীর মোল্লা বলেন,ঐ গাছ ও ডালপালা বিক্রির টাকা আমার কাছে জমা হয়নি।
এ বিষয়ে ঈদগাহ কবরস্থান কমিটির সভাপতি মোঃ আহসান আলী সিকদার লাবু মুঠোফোনে বলেন,টাকাগুলো কাবুল বিশ্বাসের কাছে আছে।আমার কাছে এখনো দেয়নি।তব তার কাছে থাকা ভালো মনে করছিনা।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা কাবুল বিশ্বাসের কাছে মুঠোফনে জানার জন্য ফোন দিলে বলেন, বিষয়টা আসলে ঠিকনা।আমি কবরস্থান কমিটির কেউনা ঠিকনা। আমাকে হেও করার জন্য মিথ্যা কথা বলা হচ্ছে।আপনাকে সন্ধ্যার পরে ফোন দেবো বলে এড়িয়ে যান।















