মুখে কসটেপ পেছানো অবস্থায় নববিবাহিত যুবকের মরদেহ উদ্ধার

0
179

জেলা প্রতিনিধি : মাত্র ১৫ দিন আগে বিয়ে করা বাগেরহাটের মোংলার এক ইজিবাইক চালকের মরদেহ মোরেলগঞ্জের একটি মৎস্য ঘেরের বাংকার থেকে মুখে কসটেপ পেছানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মেহেদী হাসান (২০)। সোমবার সকাল সাতটার দিকে বারইখালী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার।
প্রত্যদর্শী ও পুলিশ জানায়, উপজেলার তেঁতুলবাড়িয়া বাজার সংলগ্ন তাফালবাড়িয়া গ্রামের মামুন মোল্লা ও কবির মোল্লার আট বিঘার একটি মৎস্য ঘেরের বাংকারে ভাসমান অবস্থায় সোমবার সকাল সাড়ে সাতটায় স্থানীয় পথচারিরা দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করে। নিহত ওই যুবকের পরিচয় জানাগেছে, তিনি মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের কাসেম শেখের ছেলে। পেশায় ইজিবাইক চালক।
নিহত যুবকের মামা সাইদুল খান জানান, শুক্রবার বিকেলে মেহেদী হাসান তার ইজিবাইক নিয়ে দূরে ভাড়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনদিন বাড়ি ফেরেননি। তাকে না পেয়ে মোংলা থানায় সাধারণ ডায়েরি করেন তার চাচা রবিউল শেখ। সোমবার সকালে লোকমুখে সংবাদ পেয়ে এসে মেহেদী হাসানের মরদেহ দেখতে পায়। নিহতের স্বজনরা বলেন, মেহেদী হাসানের নতুন ইজিবাইক ও একটি মোবাইল ফোন নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘেরে মরদেহ ফেলে গেছে। নিহত মেহেদী হাসান মাত্র ১৫ দিন আগে বিয়ে করেছেন। পরিবারে স্ত্রী ও মা রয়েছেন।
এ বিষয়ে থানার ওসি রাজিব আল রশিদ বলেন, সকালে খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘের থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাটে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের প থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here