যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

0
184

স্টাফ রিপোর্টার : “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” প্রতিপাদ্যে যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটি যশোরের আয়োজনে সোমবার সকাল ৯ টায় আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এসে শেষ হয়। পরে সকাল ১০টায় শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটি ও বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ যশোরের চেয়ারম্যান শেখ নাজমুল আলমের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর যশোরের বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা জজ মো. মাইনুল হক, বিশেষ জজ আদালত যশোরের বিজ্ঞ বিশেষ জজ জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম, যশোরের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, যশোর জেলা প্রশাসক ও যশোরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here