নিজস্ব প্রতিবেদক : যশোর রাপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা ( ইপিজেড) স্থাপন
প্রকল্পে ভুমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে
সোমবার সকালে এল এ চেক বিতরণ করা হয়। জেলা
প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ সনেটে চেক
বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেক বিতরণ
করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা
প্রশাসক(রাজস্ব্ধসঢ়;) সুজন সরকার, অধিগ্রহন
কর্মকর্তা রাহাত খান, এন ডিসি মাহিন দায়ান
আমিন, সহকারী কমিশনার নাঈমুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ২৭ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়
২ কোটি ৪৭ লাখ টাকার চেক।















