শৈলকুপায় ঋণের টাকা পরিশোধ না করার জানাজায় বাধা

0
138

,ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় ঋণের টাকা পরিশোধ না করার জানাজা এবং দাফন-কাফন আটকে দিয়েছে পাওনাদাররা। উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নের সিদ্ধি গ্রামে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১ মে) ভোর ৬টার দিকে বশির উদ্দিন (৫৪) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়।
তার মৃত্যুর পর জানাজা সম্পন্ন করতে বাধা দেয় একাধিক পাওনাদার।
এ ঘটনায় মৃত বশির উদ্দিনের পরিবার দিশেহারা হয়ে পড়ে। তারা প্রশাসনের প্রতি আকুতি জানিয়ে বলেন, এমন অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে তারা ভাবতেও পারেনি।
নিহতের ছেলে বাধন জানায়, “আমরা শোকে ভেঙে পড়েছি, এর মধ্যে বাবার মরদেহ নিয়ে টানাটানি চলছে। জানাজা আটকে দিয়েছে পাওনাদাররা। প্রশাসনের সহযোগিতা ছাড়া মৃতদেহের জানাযা ও দাফন কাফন করা সম্ভব হচ্ছে না ।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে রাত ৮টার দিকে সামাজিক সালিশ বৈঠকে সমঝোতার পর লাশ দাফন সম্ভব হয়। তবে অসহায় এই পরিবারটি রয়েছে আতঙ্কের মধ্যে। উল্লেখ্য পাওনাদারদের অনেকের অন্যায্য দাবীও রয়েছে যা পরিশোধ করা আদৌ সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here