ফসলী জমি ও বিল রক্ষা, মৎস্য ঘের অপসরন করে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

0
135

রাহাত আলী,মনিরামপুর : ফসলী জমি ও প্রাকৃতিক বিল রক্ষার দাবিতে, অনৈতিকভাবে স্থাপিত মৎস্য ঘের
অপসারণ ও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও সমাবেশ
করেছেন জমির মালিক ও ক্ষতিগ্রস্ত কৃষকেরা। বুধবার উপজেলার ঢাকুরিয়া
ইউনিয়নের জয়পুর উত্তর আলী গ্রামের কোচবিল মাঠে মানববন্ধন ও বিক্ষোভ
সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির মালিকেরা। সমাবেশে তারা অভিযোগ
করেন,এলাকার আবাদি জমি ও বিল দখল করে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি মাছের
ঘের তৈরি করেছেন। এতে জমিতে পানি জমে থাকে, ধানসহ অন্যান্য ফসল চাষ
বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষিজীবীদের জীবিকায় নেমে এসেছে বিপর‌্যয়।
সমাবেশে বক্তারা বলেন, “এই অঞ্চলের কৃষির উপর নির্ভর করে হাজারো পরিবার।
ঘেরের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে, ফলে ফসলহানির পাশাপাশি
পরিবেশেরও ক্ষতি হচ্ছে।”তারা দ্রুত ঘেরগুলো অপসারণ করে স্বাভাবিক পানি
চলাচল নিশ্চিত ও আবাদি জমির স্থায়িত্ব রক্ষায় প্রশাসনের কার‌্যকর পদক্ষেপ দাবি
করেন।এসময় বক্তব্য রাখেন কৃষক মনির পাটোয়ারী, সফিকুল ইসলাম, সাইফুল
ইসলাম, কোরবান আলীসহ আরো অনেকে। জানতে চাইলে ঘের মালিক ইনামুল
কবীর বলেন,আইন মেনেই ঘের করা হয়েছে। ঘেরে কাজ করে অনেকের সংসার
চলছে।আন্দোলনকারীরা পানি নিষ্কাশনের ব্যাপারে আমাকে চাপ সৃষ্টি করছে ।
আমি ইউএনও স্যারের মাধ্যমে নিরসন করা চেষ্টা করবো। মনিরামপুর উপজেলা
নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, আমি ইতিমধ্যে ওই এলাকা
পরিদর্শন করে স্কেভটর মেশিন বন্ধ করে দিয়েছি। এ ব্যাপাওে ঘের মালিককে
ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here