গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
353

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৫) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হুজাইফা ঐ গ্রামের তুহিন আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, হুজাইফা সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। অনেক্ষণ যাবত তার খোঁজ না পেয়ে তার পরিবারের লোকজন খোজা খুঁজি করতে থাকেন তারা। এক সময় পুকুরের পাশ দিয়ে যাবার সময় হুজাইফার মরদেহ দেখতে পাওয়া যায়। ধারনা করা হচ্ছে- খেলতে গিয়ে সে পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা গেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here