লোহাগড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করলো দূর্বৃত্তরা

0
178

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবদল কর্মী হলেন নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকার(২৭)।
নিহতের ভাই নাহিদ ও রিহান সহ স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে এসএসসি ২০১৩ ব্যাচের ( মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়) বন্ধুদের পিকনিক ছিলো। রাত ১১টার দিকে অজ্ঞাতরা সালমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি সে। তবে রাত ১টা ৩০ মিনিটের দিকে কয়েকজন বন্ধু সালমানের বাড়িতে এসে সালমানের খাবার দিয়ে যায়। নিহতের ভাই নাহিদ বলেছেন, আমার ভাই পিকনিকে যায়নি তাই তার খাবার বাড়িতে দিয়ে গেছে বন্ধুরা। পরদিন শুক্রবার সকাল ৭টার দিকে স্থানীয়রা কাউয়োল ডাঙ্গা ইটভাটার পাশে সালমানের রক্তাক্ত দেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেম সম্পন্ন করে।
নিহতের দুই ভাই বলেন, আমার ভাইয়ের সাথে স্থানীয় আওয়ামীলীগের কয়েক জনের বিরোধ চলছিলো।তিনবার মানিকগঞ্জ বাজার থেকে সালমানের উপর হামলার চেষ্টা করেছে। স্বজনরা বলেন, সালমান রামকান্তপুরে বালির ব্যবসা শুরু করেছে।সেখানেও তার সহযোগি ব্যবসায়ীদের সাথে বিরোধ চলছিলো। এরা সবাই মিলে পরিকল্পিতভাবে সালমানকে হত্যা করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন, দোষীদের আটকের জন্য অভিযান চলছে। মামলার প্রস্তুুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here