কয়রায় বোরো ধান ক্রয় কর্মসূচীর শুভ উদ্বোধন

0
209

কয়রা(খুলনা)প্রতিনিধি : খুলনা জেলার কয়রা উপজেলার কৃষকদের নিকট থেকে সরাসরি বোরো ধান সংগ্রহের লক্ষ্যে সরকারি পর্যায়ে বোরো ধান ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ মে) বিকাল ৫টায় উপজেলা খাদ্য গুদামে এই ক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা দেবপ্রসাদ দাশ,কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দীন আহমেদ,কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই সরকারি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং কৃষকেরা লাভবান হবেন।
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে কয়রা উপজেলায় ৪০৪ মেট্রিক টন ধান ক্রয়,করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here