যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এম এলতাস উদ্দিনের ইন্তেকাল

0
119

যশোর প্রতিনিধি: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন
চেয়ারম্যান অধ্যাপক এম এলতাস উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া
ইন্না ইলাহি রাজিউন।
১১ ই মে রবিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার ধানমন্ডির বাসভবনে ৯৬ বছর বয়সে
ইন্তেকাল করেন তিনি।
অধ্যাপক এম এলতাস উদ্দিন ১৯৮৩-১৯৮৪ সালে যশোর শিক্ষা বোর্ডের পঞ্চম
চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
মরহুমের পুত্র যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের
প্রাক্তন অধ্যক্ষ বর্তমান উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির জানান, ১১ মে
রাতে ঢাকার বনানীতে চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে ও রাজশাহী টিচার্স ট্রেনিং
কলেজ প্রাঙ্গনে দুই দফা জানাযা সম্পন্ন হয়েছে।
আজ ১২ মে চাপাইনবাবগঞ্জের হরিমোহন স্কুল প্রাঙ্গন এবং জন্মস্থান
চাপাইনবাবগঞ্জের চাঁদলাই গ্রামে আরও দুই দফা জানাযা শেষে বাদ যোহর চাঁদলাই
গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিতার ইন্তেকালে
অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির সবার কাছে দোয়া কামনা করেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনে অধ্যাপক মুহম্মদ এলতাস উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
শিক্ষা অনুষদের ডীন, বাংলাদেশ বিজ্ঞান শিক্ষা সমিতির সভাপতি, বাংলাদেশ উন্মুক্ত
বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট ও সিনেট
সদস্য, খান বাহাদুর আহছানউল্লাহ টিচার্স ট্রেনিং কলেজের গভর্নিং বডির
চেয়ারম্যান, শিক্ষা প্রকল্প ও উন্নয়ন গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী বোর্ডের ভাইস
প্রেসিডেন্ট, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, বাংলা
একাডেমির সদস্যসহ অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ স্কুল
টেক্সট বুক বোর্ড এবং কারিকুলাম বিভাগের চেয়ারম্যান হিসেবেও
দায়িত্ব পালন করেন।
মেধাবী এবং কর্মজীবনে অসংখ্য প্রতিষ্ঠানে সফতার স্বাক্ষর রাখা এম এলতাস
উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি
সমবেদনা জ্ঞাপন করেছেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ
অধ্যাপক ডা. সন্জয় সাহা ও পরিচালক ডা. ইমদাদুল হকসহ অন্যান্য শিক্ষক,
চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here