লোহাগড়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ॥ সম্ভাব্য ১০জন আসামীর বাড়িতে ভাংচুর, লুটপাট,অগ্নিসংযোগ।

0
220

রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির পার-ইচাখালি গ্রামে বুধবার প্রতিপক্ষরা
কুপিয়ে হত্যা করেছে খাজা মোল্যা(৩৫) নামে এক যুবককে। নিহত যুবক নবাব মোল্যার
ছেলে। ঘটনার জের ধরে হত্যাকান্ডের পক্ষের লোকজন কুমারডাংগা গ্রামের সম্ভাব্য ৮/১০
জন আসামীর বাড়িতে ভাং চুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ
রয়েছে। পার-ইচাখালি ও কুমারডাংগা পাশাপাশি গ্রাম।
নিহতের পরিবার অভিযোগে জানায়, বুধবার(১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে
খাজা মোল্যা স্থানীয় কুমারডাংগা বাজারের একটি দোকানে বসে চা পান করছিলেন।
এসময় হঠাৎ দূর্বত্তরা পরিকল্পিতভাবে খাজা মোল্যাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা
তাকে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত ডাক্তার জানায়
হাসপাতালে আনবার পথেই তার মৃত্যু হয়েছে।
কুমারডাংগা গ্রামে সরেজমিনে গেলে গ্রামবাসীসহ পুলিশ জানায়, গত
দুই বছর আগে খাজা মোল্যা কুমারডাংগা গ্রামের ইনছান শেখের ছেলে এসকেন শেখ
কে কুপিয়ে জখম করেছিল। দীর্ঘদিন পর এসকেন শেখ সুযোগ পেয়ে প্রতিশোধ নিতে
খাজা মোল্যাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। এরপর তার মৃত্যু হয়।
নিহত খাজা মোল্যা আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে তার পরিবার জানায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত খাজা মোল্যার পক্ষের লোকজন হত্যাকান্ডের
সম্ভাব্য আসামী ইনছান শেখ ও আইয়ুব শেখ এর বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
এছাড়াও ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ পলাশ আলী, ইনছান শেখ, আইয়ুব
শেখ, তিতাশ শেখ, রওশন শেখ, আমির শেখ এর বাড়ি সহ আরো কয়েকটি বাড়িতে ব্যাপক
ভাংচুর ও লুটপাট করেছে। নিহত ব্যাক্তির পক্ষের লোকজন ওই সব বাড়ি থেকে প্রায় ১০ লাখ
নগদ টাকা, অন্তত ২০ ভরি স্বর্ণালংকার, ৬০ টি গরু ও মূল্যবান আসবাবপত্র এবং ধানসহ
অন্যান্য ফসল লুট করে নিয়ে গেছে। পাট বোঝাই ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় টহল দিচ্ছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন, পূর্ব শত্রুতার
জেরে খাজা মোল্যাকে এসকেন শেখ চাকু মেরে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে
পেয়েছি। কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা হঠাৎ ঘটে গেলেও
পরিবেশ এখন শান্ত। পুলিশ ওই এলাকায় কঠোর অবস্থানে রয়েছে। দোষী কাউকেই ছাড় দেয়া
হবে না। দোষীদের আটকের চেষ্টা চলছে। নিহতের পোষ্টমর্টেম সম্পন্ন হয়েছে। মামলার
প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here