আনিছুর রহমান:-মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট বাজারের পশ্চিম মাথায় ১৬ মে শুক্রবার বিকেলে শাহিন গার্মেন্টসের শুভ উদ্বোধন করা হয়েছে। জাক জমক পূর্ঢ আড়ম্বর অনুষ্ঠানে এলাকার সুধিজন ও বাজার কমিটির সভাপতি মফিজুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ বাজারের
অধিকাংশ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধণী অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন নেংগুড়াহাট মহিলা দাখিল মাদ্রাসার সহসুপার মাসুম বিল্লাহ। নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসার সিনিয়র অধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব দোয়া মোনাজাত করেন। এ বিষয়ে শাহিন গার্মেন্টেসের মালিক শাহিন বলেন, আমার দোকানে গার্মেন্টসের সকল প্রকার কাপড় সুলভ মূল্যে পাওয়া যাবে। পুরুষ মহিলা ও শিশুদের জন্য উন্নত মানের জামা কাপড় অনলাইনে অর্ডার করলেও দেওয়া সম্ভব হবে।















