ফকিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি গঠন

0
206

ফকিরহাট প্রতিনিধি : বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফকিরহাট উপজেলা শাখার প্রধান শিক্ষক সমিতি গঠন
করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপস্থিত
সর্বসম্মতিক্রমে সেখ মিজানুর রহমানকে সভাপতি এবং সেখ আবুল হোসেনকে সাধারন
সম্পাদক করে ২৯সদস্য বিশিষ্ট প্রধান শিক্ষক সমিতির একটি কমিটি গঠন করা হয়েছে।
সমিতির অন্যদের মধ্যে সেখ হুমায়ুন কবির সিনিয়র সহ-সভাপতি (পুরুষ), ফারহানা হোসেন
সিনিয়র সহ-সভাপতি (মহিলা), মানবেন্দ্র চৌধুরী সহ-সভাপতি (পুরুষ), মিজান মোড়ল সহ-
সভাপতি (পুরুষ), ফারজানা আফরোজ সহ-সভাপতি (মহিলা), জাহানারা পারভীন সহ-সভাপতি
(মহিলা), হরিদাস হালদার দপ্তর সম্পাদক, নাসিমা নার্গিস অর্থ বিষয়ক সম্পাদক, হাওলাদার বেল্লাল
হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হরেন্দ্রনাথ শিকদার যুগ্ম সাধারণ সম্পাদক
নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here