ইবিতে বিভাগের নাম পরিবর্তনে দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

0
123

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল–ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। শনিবার (১৭ মে) দুপুরে মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে করিডরে বিভাগটির সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগের বর্তমান নাম ‘আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ পরিবর্তন করে দুইটা নাম প্রস্তাব করেছে ‘আল–ফিকহ অ্যান্ড ল’ অথবা ‘ল অ্যান্ড আল–ফিকহ’। এছাড়া শিক্ষার্থীরা— “দাবি মোদের একটায়, বিভাগের নাম পরিবর্তন চাই”, ওই এসি (অ্যাকাডেমিক কাউন্সিল) না এই এসি, এই এসি-এই এসি”— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “আমরা গত বছরের সেপ্টেম্বরে বিভাগের নাম পরিবর্তন, সেশনজট ও সিলেবাস মডিফাইসহ ১৭ দফা পেশ করেছিলাম বিভাগের চেয়ারম্যানে বরাবর। পরবর্তীতে অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়গুলো উত্থাপনের আশ্বাস দেওয়া হলেও কার্যকর হয়নি। নয় মাসেও আমাদের দাবির আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। আমাদের এখন শুধু একই দাবি— আমরা বিভাগের নাম পরিবর্তন চাই।”
শিক্ষার্থীরা আরো বলেন, “আমাদের শিক্ষকরা আমাদের আজ আবারো আশ্বাস দিয়েছেন রবিবারের মধ্যে বিষয়টি নিয়ে রেজুলেশন তৈরি করে প্রশাসনে পাঠিয়ে দেবে। যদি এবারের অ্যাকাডেমিক সভায় বা সিন্ডিকেটে আমাদের বিষয়টি মেনে না নেওয়া হয় তাহলে আমরা পরবর্তীতে আবারো আন্দোলন করতে বাধ্য হবো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here