ডুমুরিয়ায় ট্যাংকলরি ও মাহেন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

0
291

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় ট্যাংকলরি ও মাহেন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ৪জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সন্নিকটে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত ২জন ও আহতরা সবাই ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন শিক্ষক বলে জানা যায়। তারা বকেয়া বেতন আদায়ের দাবিতে আন্দোলনে যোগ দিতে খুলনা যাচ্ছিলেন বলে জানা গেছে। জানা যায়, খুলনার উপকূলীয় উপজেলা কয়রা থেকে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন ৬জন শিক্ষক একটি মাহেন্দ্র (থ-১১-০১৭৫) রিজার্ভ করে খুলনার ইসলামিক ফাউন্ডেশনের একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন। মাহেন্দ্রটি ডুমুরিয়া উপজেলাধীন গোলনা এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা মেঘনা পেট্রোলিয়াম কোম্পানীর একটি জ্বালানী তেল বাহী ট্যাংকলরি (যশোর-ঢ-৪১-০০০৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। লরির চাপায় মাহেন্দ্রটি সড়কে দুমড়ে মুচড়ে যায়। এসময় মাহেন্দ্র চালক কয়রার ভান্ডারপোল গ্রামের আলী হোসেনের ছেলে রফিকুল ইসলাম গাজী (৫০), ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কয়রা উপজেলার কুশোডাঙ্গা গ্রামের নুর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রশিদ (৪০) এবং চৌকুনি গ্রামের মতিউর রহমান সানার ছেলে হাফেজ মইনুল সানা (৪০) ঘটনাস্থলে নিহত হন। এছাড়া মইনুল ইসলাম গাজী, ইউনুচ মোড়লসহ ৪জন শিক্ষক গুরুতর আহত হয়েছে। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, ৬জন যাত্রী নিয়ে মাহেন্দ্রটি কয়রা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। নিয়ন্ত্রণহীন তেলবাহি ট্যাংক লরির চাপায় মাহেন্দ্র চালকসহ ৩জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘাতক লরি ও মাহেন্দ্রটি খর্ণিয়া হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here