স্টাফ রিপোর্টার : দৈনি যশোরের প্রতিনিধি সম্মেলন গতকাল স্থানীয় একটি হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক যশোর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক নূর ইসলাম, দৈনিক সমাজের কথা পত্রিকার বার্তা সম্পাদক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, দৈনিক কল্যাণের সাবেক বার্তা সম্পাদক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর তুহিন এবং দৈনিক বাংলাদেশ বুলেটিনের যশোর প্রতিনিধি ও প্রেস ক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদ জয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যশোরের বার্তা সম্পাদক রেজাউল করিম রুবেল। অনুষ্ঠানে দৈনিক যশোরের চীফ রিপোর্টার দেলোয়ার হোসেন দিলসান, দৈনিক যশোরের ডিজিটাল প্লাটফর্মের কো-ডিনেটর বিকে লিটন ও ইমন হোসেন বক্তৃতা করেন এবং প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রধান সম্পাদক এসময় বলেন, সাংবাদিকতায় সাদা কালোর মিশ্রনের কোন সুযোগ নেই। সাদাকে সাদা আর কালোকে কালো বলার মধ্যেই সাংবাদিকতার মহান গুন নিহিত। সত্য প্রকাশে সাংবাদিককে সব সময় সাহসী ভূমিকা পালন করতে হবে। সমাজের সকল প্রকার অন্যায় আর অনিয়ম কলমের মাধ্যমে তুলে ধরতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের সুখ দুঃখকে লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। সকল প্রকার অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে বলিষ্ঠ কন্টস্বর হয়ে উঠবে একজন সাহসী সাংবাদিক। আর তখনই সাংবাদিকতা বিকাশ লাভ করবে। তবে নিজেকে জাহির করতে গিয়ে তিরঞ্জিত করে খবর পরিবেশন করা ঠিক নয়। যার বিরুদ্ধে খবর প্রকাশিত হচ্ছে তাকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। দৈনিক যশোর আপনাদের বলিষ্ট ভূমিকার কারনেই নিজস্ব অবয়বে আজো শক্ত অবস্থানে ঠিকে আছে। আপনাদের দাবির মুখে কর্তৃপক্ষ এই পত্রিকাটি সাদা কালো থেকে রঙিন যুগে পদার্পন করতে যাচ্ছ্ েআর এর জন্য আপনাদের পত্রিকার খবর ও বিজ্ঞাপনের প্রতি আরো বেশী করে নজর দিতে হবে। কারন আপনারাই পত্রিকার মুল চালিকা শক্তি। আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় দৈনিক যশোরের এ্যাম্বাসেডর। আপনার মাধ্যমেই ওই এলাকায় দৈনিক যশোর পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। তাই আপনার উপস্থিতিই দৈনিক যশোর পত্রিকাকে পরিচিত করে তুলবে। সভাপতির বক্তৃতায় পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং প্রেস ক্লাব যশোরের বার বার নির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, আজ দৈনিক যশোর পরিবারের জন্য একটি স্বপ্নের দিন। আপনাদের উপস্থিতি আমাদেরকে আরো উৎসাহিত করেছে। আপনাদের দীর্ঘ দিনের দাবি ছিলো, আপনাদের প্রাণের পত্রিকা দৈনিক যশোরকে রঙিন আকারে প্রকাশ করা। আপনাদের সেই দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে দৈনিক যশোর কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আগামী ১ জুলাই থেকে দৈনিক যশোর রঙিন আকারে ও প্রয়োজনে বর্ধিত কলেবরে প্রকাশিত হবে। তবে এ্র জন্য আপনাদেরকে আরো বেশি করে সতর্ক ও এ্যাকটিভ হতে হবে। কালারের পাশাপাশি দৈনিক যশোর ডিজিটাল প্লাটফর্মেও প্রচারিত হবে। আর তার জন্য আপনাদেরকে সব রকমের খবর ও খবরের সাথে সংশ্লিষ্ঠ ছবি ও বিডিও চিত্র দ্রুত পত্রিকা অফিসে পাঠাতে হবে। আপনাদের পাঠানো ভিডিও চিত্র ও ছবিসহ নিউজ আমরা দ্রুততার সাথে অন লাই প্লাটফর্মে প্রচার করবো। তারজন্য আমাদের অন লাইন প্রাটফর্মের সব ধরনের সেটআপ রেডি আছে। বর্তমান সময় ও যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা চলতে না পারি তাহলে পত্রিকা ও সাংবাদিকতার দিক থেকে আমরা পিছিয়ে পড়বো। তিনি বলেন, এই আধুনিকতার যুগে প্রিন্ট ভার্সনের তুলনায় ডিজিটাল ভার্সনের প্রতি মানুষের আকর্ষন বেশ্।ি তাদেও এমন সময় নেই, যে ধৈয্যধরে পত্রিকা পড়বে। তারা দ্রুত হাতের মোবাইলে পত্রিকা পড়তে চাই। ঘটনার ভিডিও চিত্র দেখতে চাই। আর তার জন্য দৈনিক যশোর পত্রিকা রঙিন করার পাশাপাশি পত্রিকার ডিজিটাল ভার্সন প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে। যখনই কোন ঘটনা, তখনই তা খবর ও ভিডিও এবং ছবিসহ প্রকাশ করতে হলে আপনাদরেকে আরো সক্রিয় হতে হবে। সজাগ হয়ে নাক কান খোলা রাখতে হবে। অন্যকে অনুকরণ না করে নিজের মতো করে খবর ও কনটেইন্ট তৈরী করতে হবে। প্রতি মাসে বা ৬ মাস পরে যে প্রতিনিধির ভিডিও এবং ছবি বেশি হিট করবে তাকে পুরস্কৃত করারও উদ্যোগ গ্রহণ করবে পত্রিকা কর্তৃপক্ষ। তবে হ্যা শুধু নেগেটিভ খবর নয়, বহু পজেটিভ খবর আছে। সমাজে নতুন নতুন উদ্যোক্তা তৈরী হচ্ছ্ েবিশেষ করে নারীরা বেশি করে উদ্যোক্তা হচ্ছেন। তাদের ভালো ভালো খবর গুলো বেশি করে তৈরী করতে হবে। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে সরকারী প্রশাসনের দায়িত্বে যারা তাকেন তাদের ভালো ভালো কর্মের ছবি ও ভিডিও সহ খবর তৈরী করতে হবে। জন প্রতিনিধিদের ভালো ও মন্দ দুই রকম খবরই প্রচার করতে হবে। তবে প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যদি কোন অন্যায় অনিয়ম করেন আর তার সঠিক তথ্য প্রমান আপনাদের হাতে থাকে তাহলে তা অবশ্যই পত্রিকার পাতায় তুলে ধরার মাধ্যমে তাকে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। তবে কাউকে ছোট করার জন্য বা দেখে নেওয়ার জন্য কোন খবর তৈরী করবেন না। তিনি সকল প্রতিনিধিকে আগামী ১ জুলাই থেকে দৈনিক যশোর রঙিন আকারে প্রকাশের জন্য নতুন উদ্যোমে কাজ করার আহবান জানান। পরে ডিজিটাল প্লাটফর্মের কো ডিনেটর বি কে লিটন ও ইমন হোসেন প্রতিনিধিদের সাথে ডিজিটাল ভার্সনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। বার্তা সম্পাদক রেজাউল করিম রুবেল পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে পত্রিকার নতুন যুগে প্রবেশের সাথে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
উন্মুক্ত বক্তৃতায় বক্তৃতা প্রদান করেন আজম খান স্টাফ রিপোর্টার বাঘারপাড়া, এনামুল হক বেনাপোল, সাজেদ রহমান, কলারোয়া, গফুর পাইকগাছা, মাসুদুর জামান সুমন সাতক্ষীরা, আরিফ বিল্লা ভোমরা/সাতক্ষীরা, মজনু পাটকেলঘাটা/সাতক্ষীরা, মোস্তাফিজুর রহমান কোটচাঁদপুর, রাজয় রাব্বি অভয়নগর, রবিউল বেনাপোল, জাহিদুল ইসলাম মহেশপুর, আজিজুল শ্যামনগর, মুস্তাক কপিলমুনি, মোস্তাফিজুর রহমান কোটচাঁদপুর, ইমদাদুল হক চুড়ামনকাটি, লাল্টু বাঘারপাড়া, পারভেজ খাজুরা, সাইফুল,শালিখা/আড়পাড়া,আবদুস সালাম দেবহাটা, ফারুক রাজগঞ্জ, মিশন আলি কালিগঞ্জ/ঝিনাইদহ, শাহিন চৌগাছা, আজিবর মনিরামপুর, জাহিদ মনিরামপুর, উদয় শংকর কেশবপুর, পার্থ মন্ডল তালা, জিন্নাহ ঝিকরগাছা, মিজানুর রহমান বসুন্দিয়া, মন্টি শ্যামনগর, শুকুর আলী চৌগাছা, কোমল রাহা চুকনগর, মাহবুব কালিগঞ্জ, নাজমুল শালিখা, ইসমাইল সাতক্ষীরা, আলাউদ্দিন কোটচাঁদপুর, আনিছুর রহমান রাজগঞ্জ, হেলাল রাজগঞ্জ, আ: মজিদ, চুকনগর, ফরিদুল ইসলাম ডুমুরিয়া, জাহাঙ্গীর, তালা, নয়ন কুয়াদা, লিটন ঝিনাইদহ, শরিফুল ইসলাম, মনিরামপুর, নাসিরল ইসলাম বাবলু মাগুরা, আব্দুল করিম কালিগঞ্জ (সাতক্ষীরা), মিসকাত নড়াইল, শিশির কুমার সরকার, শার্শা, শহিদুল ইমলাম, বাগআঁচড়া, ইসমাইল হোসেন, সাতক্ষীরা, আসাদুল ইসলাম, ধুলিহর, সাতক্ষীরা, শাহিন হোসেন বারোবাজার, কালীগঞ্জ, আমানুল্লাহ অভয়নগর, মিসকাতুজ্জামান, নড়াইল, এম হাসান মাহমুদ, চৌগাছা, শাহিন চৌগাছা, এহসানুল হোসেন তাইফুর, রাহাত আলী, মনিরামপুর, শরিফুল ইসলাম, মনিরামপুর, মেহেদী হোসেন মনিরামপুর, আজিজুল ইসলাম, শ্যামনগর, জুলিয়েট, শ্যামনগর, প্রমুখ।















