কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কর্মচারীরা।
শনিবার (১৭ মে) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দাবিতে হাজারো শিক্ষক কর্মচারী মানববন্ধন কর্মসূচি পালন করে।
স্মারকলিপিতে ৮ম পর্যায় প্রকল্প দ্রুত অনুমোদন এবং ঈদুল আজহার পূর্বে ৫ মাসের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ। প্রকল্পের সকল জনবলকে পদসহ রাজস্বভুক্ত করা। ৭ম পর্যায়ের জনবলকে ৮ম পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা। কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন নিশ্চিতসহ শিক্ষকদের সম্মানজনক বেতন নির্ধারণ করে ন্যূনতম ১৪,০০০ টাকা প্রদানের দাবি জানিয়েছেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কর্মচারীরা
মানববন্ধনে ফিল্ড অফিসার আব্দুর রশিদ বলেন, ৩২ বছর ধরে পরিচালিত এই প্রকল্পটি দেশের প্রান্তিক পর্যায়ে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে প্রায় ৮০ হাজার শিক্ষক ও কেয়ারটেকার অতি সামান্য ভাতায় দায়িত্ব পালন করছেন। ৫০০০ টাকা মাসিক ভাতায় বর্তমান দ্রব্যমূল্যের বাজারে জীবনযাপন দুরূহ হয়ে পড়েছে।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কর্মচারী সমিতির জেলা সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ের জনবলকে পূর্বেই রাজস্বখাতে নেওয়া হলেও ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রায় ৭০০ জন এখনো রাজস্ব সুবিধা থেকে বঞ্চিত। অথচ ১৯৯৭ সালের পূর্বে শুরু হওয়া প্রকল্পের জনবলকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার সরকারি নির্দেশনা রয়েছে।
স্মারকলিপিতে অবিলম্বে প্রকল্পটি ৮ম পর্যায়ে অনুমোদন, সংশ্লিষ্টদের রাজস্বখাতে অন্তর্ভুক্তি, সম্মানজনক বেতন নির্ধারণ এবং ১ জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া পরিশোধ করে ঈদুল আযহার পূর্বেই তা প্রদান করার জন্য প্রধান উপদেষ্টার সদয় হস্তক্ষেপ কামনা করা হয়।















