কোটচাঁদপুরে ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে স্কুল ঘরের টিনের চাল

0
210

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে কুশনা ইউনিয়ন এর বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় এর টিনের ছাউনি। শনিবার (১৭ই মে) সন্ধ্যায় হঠাৎ আকাশে কালো মেঘ করে। এর কিছুক্ষণ পরই শুরু হয় ঝড় ও বৃষ্টি। এতে স্কুলটির শ্রেনী কক্ষের টিনের ছাউনির চাল গুলো উড়ে যায়।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের টিনের ছাউনি গুলো উড়ে গেছে এবং শ্রেণী কক্ষের ভেতরের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। পড়ালেখার কোন পরিবেশ নাই। সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলটির তিনটি শ্রেণী কক্ষের উপরের টিন ঝড়ে সরে গেছে। যে শ্রেণী কক্ষ গুলোতে ক্লাস করার পরিবেশ নাই। বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান ধান শিক্ষক মোঃ নুর ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঝড়ে যা হয়েছে শ্রেণিকক্ষ গুলোতে ক্লাস নেওয়ার কোনো পরিবেশ নেই।আর ক্ষতি হয়েছে ১০ বান্ডিল এর মত টিন। শ্রেণি কক্ষগুলো মেরামত করতে লক্ষাধিক টাকার প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ ব্যাপারে আবেদন করবেন এবং উপজেলা শিক্ষা অফিসার কে অবহিত করবেন বলে জানান। আরো কথা হয় বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম সাথে তিনি জানান, আমি স্কুলে গেছি এবং দেখেছি। যে তিনটা ক্লাসরুমের চালের টিন উড়ে গেছে। সেই রুমে ক্লাস করানোর কোন পরিবেশ নাই। তবে শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ হয়েছে দূরত্ব সংস্কার করে ক্লাসে শিক্ষার পরিবেশ ফিরাতে সব রকম ব্যবস্থা নিবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন।
কথা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার এর সাথে তিনি জানান, ঝড়ে স্কুলের টিন সেট উড়ে গেছে এটা আমি প্রধান শিক্ষকের মাধ্যমে নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে দূরত্ব পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার কার্যক্রম ব্যাহত না হয় সে ব্যাপারে আমি থাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here