নিজস্ব প্রতিবেদক : যশোরের কেন্দ্রীয় কারাগারে অনেক দিন ধরে পানির সংকট দেখে দিয়েছে। অনেকবার উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ সংকট নিরসনের প্রস্তাব রাখা হয়। কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সাবমারসেবল স্থাপন করা হয়নি। এতে অসন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি দ্রুত সাবমরাসেবল স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাকে নির্দেশ দেন। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি। এসময় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কারাগারে অনেক দিন পানি সংকট রয়েছে। সেখানে আপনাদের ( জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর) কে বলার পরও সাবমারসেবল স্থাপনের উদ্যোগ নেননি, এটা ঠিক নয়। দ্রত সাবমারসেবল স্থাপন করার পদক্ষেপ নিতে হবে। যশোরের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া বলেন, কেন্দ্রীয় কারাগারে অনেক দিন ধরে পারি সংকট রয়েছে। উন্নয়ন ও সমন্বয় সভায় এ বিষয়ে বহুবার সংকট নিরসেনের বিষয়ে আলোচনা হলেও নিরসন হয়নি। সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, অবৈধ কিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সিগারেট খাওয়া বন্ধ নিশ্চিত করতে পতদক্ষেপ নেয়া প্রয়োজন। হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স এমন ভাবে রাখার কারনে রোগীদের সেখানে নিয়ে যেতে দুর্ভোগে পড়তে হয়। এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত বলেন, হাসপাতালে প্রতিদিনই অনেক আহত রোগী ভর্তি হচ্ছে। ২৫০ শয্যা হাসপাতাল হলেও বেশি রোগী ভর্তি হওয়ায় রোগীর চাপ বহন করা সম্ভব হচ্ছে না। জনবল সংকট থাকায় চিকিৎসা সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। ডেঙ্গু রোগী ভর্তি হলে চিকিৎসা দেয়া যাবে। ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। অফিস সময়ের পরে হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স রেখে জায়গা দখল করে রাখে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক বলেন, ঈদুল আযহায় পশুর কোন সংকট থাকবে না। বরং উদ্বৃত্ত থাকবে ১৮ হাজার ৭৬২টি পশু। জেলায় ১৮টি পশুহাটে ১৯টি মেডিকেল টিম থাকবে।হাটগুলোতে পানির ব্যবস্থা করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, যশোরের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। এর মধ্যে আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২টি ফ্যান, ১টি লিংক থ্রি রাউডার, ঘন্টা, অডিও সেট, ৬টি এলইডি লাইটসহ বই খাতা চুরি হয়েছে। রেলরোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭টি ফ্যান সাবমারসেবল, মন্ডলগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪টি ফ্যান, পতেঙ্গালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি ফ্যান, চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬টি ফ্যান, সমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪টি ফ্যান, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪টি ফ্যান ও ১টি এমপ্লিয়ার চুরি হয়েছে। চুরি বন্ধের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন সদর, বাঘারপাড়া ও মনিরামপুরে মডেল মসজিদ নির্মান কাজ চলমান রয়েছে। বাকি ৫ উপজেলায় জমি না পাওয়ায় মডেল মসজিদ নির্মান কাজ শুরু করা যায়নি। ৫০০ শয্যা হাসপাতালের বিভিন্ন নির্মান কাজ চলমান রয়েছে। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের বক্তব্যের পর কেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসানা খাতুন বলেন, হাসপাতাল চত্বরে মসজিদ সরকারি খতিয়ানের জায়গায়। সেখানে মডেল মসজিদ নির্মান করা যাবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন উপজেলায় ৩ হাজার ১৪৯টি পানির উৎস নির্মান কাজ চলমান রয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ১ হাজার ১১৬টি পানির উৎস স্থাপনের জন্য বরাদ্দ পাওয়া গেছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন সাতক্ষীরা নাভারণ মোড় ছোট। সেখানে প্রায় দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার সহ বিভিন্ন কর্মকর্তা।
Home
যশোর স্পেশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা কেন্দ্রীয় কারাগারে সাবমারসেবল স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল...
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















