মোংলা বন্দর ইষ্টিভিডরস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মোঃ জুলফিকার আলীকে ফুলের সংবর্ধনা

0
191

মোংলা প্রতিনিধি : মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের ত্রি-বাষিক নির্বাচনে মোঃ জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নাগরিক সংবার্ধনা দিয়েছেন মোংলাবাসী। রবিবার (১৮ মে) দুপুরে খুলনা থেকে মোংলায় আসলে ফুল দিয়ে বরণ করে নেয় মোংলার বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মী, ব্যাবসায়ী, বন্দর শ্রমিক ও সাধারন নাগরিকরা।
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত (১৭ মে) শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। এ নির্বাচনে দুইটি প্যানেলের মধ্যে (মেসার্স খুলনা ট্রেডার্স)র স্বত্বাধিকারী সৈয়দ জাহিদ হোসেন সভাপতি ও (মেসার্স হাসেম এন্ড সন্স)’র স্বত্বাধিকারী মোঃ জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এতে সহ-সভাপতি এম এ বাতেন ও কামরুজ্জামান বাবু, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো ও মোঃ মহাসিন এবং কোষাধ্যক্ষ মোঃ আফছার উদ্দিন নির্বাচিত হয়।
তবে ১৯৫২ সালে মোংলা বন্দর স্থাপিত হলেও ইষ্টিভিডরস এ্যাসোসিয়েশনের ওই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে মোংলা থেকে কোন ইষ্টিভিডরস স্থান পায়নী। তাই বন্দর সৃষ্টির পর এই প্রথম ইষ্টিভিডরস এ্যাসোসিয়েশনের মেসার্স হাসেম এন্ড সন্স (ইষ্টিভিডরস মোংলা) এর স্বত্তাধিকারী সাববেক পৌর মেয়র ও পৌর বিএনপি আহবায়ক মোঃ জুলফিকার আলী সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় মোংলাবাসী।
এসময় তিনি বলেন, মোংলা বন্দরকে ব্যাবসায়ী বন্দরে রুপান্তি করা ও শ্রমিকদরর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা ও দেশ-বিদেশী আমদানী-রপ্তানীকারা ব্যাবসায়ীদের সুযোগ সুবিদা সঠিক ভাবে নির্নয় করাই হলো ইষ্টিভিডরস এ্যাসোসিয়েশনের মুল দায়ীত্ব। এর সাথে যে সকল শ্রমিকরা জড়িত রয়েছে তাদের মজুরী বৃদ্ধি, কাজের পরিধী বৃদ্ধি, মান উন্নয়ন সহ মালিক-শ্রমিক বেধাবেদ ভুলে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করবে এ পরিষদ। এছাড়া বন্দরকে আরো গতিশীল করতে দেশের সকল আমদানী-রপ্তানীকরক ব্যাবসাযীদের মোংলা বন্দর ব্যাবহার করার আহবান জানান ইষ্টিভিডরস এ্যাসোসিয়েশনের বন নির্বাচিত এ সাধারণ সম্পাদক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here