গাংনীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১৫ দিনের কারাদন্ড

0
123

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে আলামিন হোসেন নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ মে) বিকেলে বাদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্কুলগামী ছাত্রীদেরকে উত্ত্যক্ত করার অপরাধে নির্বাহী হাকিম ও গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এ দন্ডাদেশ দেন।
দন্ডিত আল আমিন হোসেন পেশায় টাইলস মিস্ত্রি। সে বামুন্দী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন জানান, আলামিন হোসেন স্কুলে যাওয়া আসার পথে শিশু ছাত্রীদেরকে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে নিপীড়ন করে আসছিল। এই অপরাধে দন্ডবিধির ৫০৯ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। তাকে মেহেরপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here