নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের উদ্যোগে
বিশ^ মেট্রোলজি দিবস উদযাপন করা হয়েছে। এ
উপলক্ষ্যে ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’ প্রতিপাদ্য
নিয়ে উপলক্ষে মঙ্গলবার সকালে কালেক্টরেট সভা কক্ষ
অমিত্রাক্ষরে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনন্দিন জীবন থেকে শুরু
করে শিল্প, বাণিজ্য, স্বাস্থ্য এবং গবেষণাসহ সকল ক্ষেত্রেই
সঠিক পরিমাপ অপরিহার্য। নির্ভুল পরিমাপের মাধ্যমেই
পণ্যের গুণগত মান নিশ্চিত করা যায়। ভোক্তারা ন্যায্যমূল্যে
সঠিক পণ্য পায়। পরিমাপের আন্তর্জাতিক মান বজায়
রাখা , অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক
বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সর্বকালেই পরিমাপ সকলের জন্য নিশ্চিত করে সচেতনতা
বৃদ্ধি এবং মেট্রোলজি বিষয়ক অবকাঠামোগত
উন্নয়ন প্রয়োজন ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলমের
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব
যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,কোতোয়ালী
থানার ওসি তদন্ত কাজী বাবুল, মূল প্রবন্ধ উপস্থাপন
করেন বিএসটিআই যশোরের উপ-পরিচালক প্রকৌশলী
আসলাম শেখ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের
কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ,
শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।















