শার্শায় তক্ষক সাপ সহ গ্রেফতার- ২

0
113

যশোর অফিস : শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বন্যপ্রাণী তক্ষক সাপসহ দুইজনকে গ্রেফতার করেছে।
সোমবার (১৯ মে) রাতে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্ৰেফতারকৃত আসামিরা হলেন, শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত হাসেস আলী ব্যাপারী ছেলে করিম হোসেন (৪৮) ও উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মামুন রশিদ (৪২)।
পুলিশ জানান, গোপন সংবাদ ভিত্তিতে, শার্শা থানার মাটিপুকুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে করিম হোসেন ও মামুনুর রশিদ নামের দুইজন ব্যক্তিকে একটি বন্যপ্রাণী তক্ষক সাপ সহ গ্ৰেফতার করা হয়। এর আগেও আসামী করিম হোসেন বিরুদ্ধে একই অপরাধে থানায় একটি মামলা রয়েছে।
ওসি কেএম রবিউল জানান, এসংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here