যশোরে শুরু হলো দুই দিনব্যাপী আঞ্চলিক কৃষি গবেষণা সম্প্রসারণ কর্মশালা

0
171

যশোর প্রতিনিধি : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আওতাধীন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা’। বুধবার (২১ মে) সকালে যশোরের আরএআরএস সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মতিয়ার রহমান। কর্মশালার উদ্বোধনকালে তিনি বলেন,বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার বিকল্প নেই। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রগুলো এই কাজে অগ্রণী ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, সীমিত কৃষি জমিতে অধিক উৎপাদন নিশ্চিত করা এবং কৃষকদের আয় বৃদ্ধি—এসবের জন্য প্রয়োজন আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ। গবেষণা লব্ধ প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে পারলেই টেকসই কৃষি উন্নয়ন সম্ভব।”
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান। কর্মশালায় কৃষি বিজ্ঞানী, গবেষক ও কৃষি সম্প্রসারণ কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় গবেষণা কার্যক্রমের মূল্যায়ন ছাড়াও আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here