স্কুলের শ্রেণিকক্ষে অজ্ঞাত ব্যক্তির ভয়ভীতি প্রদর্শন, ৬ শিক্ষার্থী হাসপাতালে

0
102

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে একটি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ৬ জন শিক্ষার্থীকে
হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তি কর্তৃক ভয়ভীতি প্রদর্শণে আতঙ্কিত
হয়ে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করেন স্কুল কর্তৃপক্ষ। বুধবার
(২১ মে) দুপুরে উপজেলার পায়রা ইউনিয়নের টিএম আব্দুল হামিদ বালিকা বিদ্যালয়ে
এই ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন, ৬ষ্ঠ শ্রেণির মরিয়ম খাতুন, একই শ্রেণির রিমি খাতুন,
সিনহা, মাধুরী, শর্মি খাতুন ও শ্রাবণী।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, বুধবার দুপুরের দিকে অজ্ঞাত এক ব্যক্তি তাদের
শ্রেণিকক্ষে আসেন। এরপর সেই ব্যক্তি উপস্থিত শিক্ষার্থীদের কাছে নানা প্রশ্ন
করতে শুরু করেন। উত্তর সঠিক হয়নি বলে ওই ব্যক্তি তার মোবাইল ফোনে শিক্ষার্থীদের
ছবি তোলেন এবং ইন্টারনেটে ছেড়ে দিবেন বলে ভয়ভীতি প্রদর্শণ করেন। এসময়
শ্রেণিকক্ষের ভেতরে ৬ জন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে স্কুল
কর্তৃপক্ষ তাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. আবির হোসেন
বলেন, ‘ভয় পেয়ে আতঙ্কিত হয়ে একটি স্কুলের ৬ জন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায়
হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
দুইজন রোগী বাড়ি ফিরে গেছেন। অপর চার জনের শারীরিক অবস্থা অনেক ভালো।’
অসুস্থ এক শিক্ষার্থীর অভিভাবক শফিয়ার রহমান বলেন, স্কুল চলাকালিন শ্রেণিকক্ষের
ভেতরে একজন অজ্ঞাত ব্যক্তি ঢোকেন কি ভাবে। বিষয়টি দুঃখজনক। স্কুল কর্তৃপক্ষ এর
দায় এড়াতে পারেনা।
এ ব্যাপারে টিএম আব্দুল হামিদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপুর্ব কুমার
বিশ্বাস বলেন, ‘একজন বহিরাগত ব্যক্তির কারণে ৬ষ্ঠ শ্রেণিকক্ষের ভেতরে ঘটে
যাওয়া ঘটনাটি অনাকাঙ্খিত। অসুস্থ ৬ জন শিক্ষার্থী সুস্থ হয়ে উঠেছে।
ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা
অফিস বা থানা পুলিশের কাছে কোনো অভিযোগ করবেন না বলে প্রধান শিক্ষক
জানান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here