চারদফা দাবিতে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি যশোর জেলা শাখার ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত

0
113

কাগজ সংবাদ : চারদফা দাবিতে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস
সমিতি যশোর জেলা শাখার ঔষধ ব্যবসায়ীদের
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০
টায় শহরের লালদিঘির পাড়য়স্থ্য কার্যালয়ের সামনে
কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসাবে ঔষধ ব্যবসায়ীদের
চারদফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।দাবি
সমূহ, ঔষদ বিক্রয় কমিশন বৃদ্ধি করা। সকল ঔষধের মূল্য
সরকার কর্তৃক নির্ধারণ করা। মেয়াদ উত্তীর্ণ ঔষধ
দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন
করা। ড্রাগ লাইসেন্সেবিহীন ফার্মেসীতে ঔষধ
কোম্পানী কতৃক ঔষুধ সরবরাহ বন্ধ করা।মানববন্ধনে
বক্তৃতা করেন বাংলাদেশ কেমিস্টস্ধসঢ়; এন্ড ড্রাগিস্টস্ধসঢ়;
সমিতি যশোর জেলা শাখার সভাপতি এ এম জামাল
উদ্দিন বিলু, সহ-সভাপতি গোলাম মোসাব্বীর
শান্তি, প্রদীপ কুমার ঘোষ, শামীম আহম্মেদ রনি,
গাওসুল আজম, জহুরুল হক লাজন, মোল্যা আরিফ
হোসেন, আহসান কবির নীপু, আশরাফুল আলম
সেলিম,মোতাব্বের রহমান রাজু, আব্দুল ওয়াহেদ
প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here