এলাকাবাসীকে বিনোদন দিতে ব্যতিক্রম আয়োজন কেশবপুরে ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখতে উৎসুক মানুষের ভিড়

0
28

বিশেষ প্রতিনিধি: ঘোড়দৌড়, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই, এমনকি মই নিয়ে গরুর দৌড় প্রতিযোগিতার
কথা সবাই জানেন, দেখেছেন। তবে পোষা ছাগলের দৌড় প্রতিযোগিতার বিষয়টি
একেবারেই নতুন। শুক্রবার বিকেলে এমন ব্যতিক্রম প্রতিযোগিতার আয়োজন করা হয়
যশোরের কেশবপুরে। এলাকাবাসীকে বিনোদন দিতে উপজেলার আটন্ডা যুবসমাজ ছাগলের
দৌড় প্রতিযোগিতার এ আয়োজন করে। ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখার জন্য
দুপুরের পরপরই আটন্ডা গ্রামে মাঠের দু’পাশে ভিড় করেন নারী-পুরুষ শিশুসহ শত শত
উৎসুক মানুষ। ওই এলাকায় প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাঠকে সাজানো হয় বর্ণিল সাজে।
প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার অন্তত ৩০টি পোষা ছাগল। চেনার সুবিধার্থে
ছাগলগুলোকে দাঁড় করিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হয় সিরিয়াল সম্বলিত নম্বর কার্ড।
অনুষ্ঠানে ছাগলের মালিকদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের সহায়তায় পাঁচ ধাপে
প্রতিযোগিতা স¤পন্ন হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে আটন্ডা গ্রামের মাহফুজ
হোসেনের ছাগল প্রথম, শহিদুল ইসলামের ছাগল দ্বিতীয় ও সাইফুল ইসলামের ছাগল
তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেওয়া হয় ঘড়ি, পানির
জগ ও মগ। বিজয়ী ছাগলের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উপজেলার আটন্ডা গ্রামের ঘের ব্যবসায়ী হাসিবুল হাসান শান্ত’র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ফেরদৌস রহমান। ছাগলের দৌড়
প্রতিযোগিতা দেখতে আসা স্কুল শিক্ষক রাজু আহমেদ বলেন, এবারই প্রথম ছাগলের
দৌড় প্রতিযোগিতা দেখলাম। খুবই ভালো লেগেছে। উপজেলার গড়ভাঙ্গা থেকে ১৫
কিলোমিটার দূরে ছাগল দৌড় দেখতে এসেছেন রনি হোসেন। তিনি বলেন, জীবনে
এমন ব্যতিক্রম ছাগল দৌড় প্রথম দেখলাম। এখানে না আসলে এর আনন্দ থেকে বঞ্চিত হতে
হতো। আফরোজা বেগম বলেন, ছাগলের দৌড় প্রতিযোগিতা হবে-এমনটি শুনে দুপুরের
পরপরই দেখতে এসেছি। এলাকায় এ দৌড় প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ বিরাজ
করে। আয়োজক কমিটির সভাপতি হাসিবুল হাসান শান্ত বলেন, গ্রামবাংলার
ঐতিহ্যবাহী অনেক আয়োজন হারিয়ে যেতে বসেছে। এলাকার মানুষকে বিনোদন দেওয়ার
জন্য ব্যতিক্রমী ছাগলের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতেও
এলাকাবাসীকে বিনোদন দিতে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here