শ্যামনগর প্রেসক্লাবে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের পরিদর্শন

0
34

আজিজুল হক শ্যামনগর প্রতিনিধি : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম হাকিম শ্যামনগর উপজেলা প্রেসক্লাব পরিদর্শন ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুস সবুর, সাতক্ষীরা জেলার সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ অপু উপস্থিত ছিলেন।শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাব, সুন্দরবন প্রেসক্লাব ও উপকূলীয় প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।পরিদর্শন কালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি আব্দুল হাকিম, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি পালনের গুরুত্ব এবং অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল এ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ছিলেন শ্যামনগরে সাংবাদিকতায় দ্বায়িত্ব প্রাপ্ত ইলেকট্রিক ও প্রিন্ট পত্রিকায় সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here