যশোরে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

0
125
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক : যশোরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ
কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের
উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় কালেক্টরেট সভা কক্ষ
অমিত্রাক্ষরে এ কর্মশালার আয়াজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব মিজ
মনোয়ারা ইশরাত। তিনি বলেন, ধুমপানের ক্ষতি
সম্পর্কে বেশি বেশি প্রচারণা চালাতে হবে। সেই
সাথে মানুষের মাঝে সচেতনা বাড়াতে হবে। ধুমপানের
কারনে সমাজ ও পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রিসোর্স পাসন ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব মিজ
সানজিদা শরমিন।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য
রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী,
সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, জেলা পরিষদের
প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান,
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোশাররফ হোসেন,
শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, সাংবাদিক
ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here