যুবদল ও শ্রমিকদলের কাটাখালী আঞ্চলীক সমন্বয় কমিটির আহবায়ক কমিটি গঠন

0
267

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল ও শ্রমিকদলের কাটাখালী আঞ্চলীক
সমন্বয় কমিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টায় শহীদ
স্মৃতি ডিগ্রী কলেজ মিলনায়তনে শুভদিয়া, লখপুর, বেতাগা ও পিলজংগ চার ইউনিয়নের সমন্বয়ে
এই আঞ্চলীক সমন্বয় আহবায়ক কমিটি গঠন করা হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক
মোদাচ্ছের মল্লিক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিএনপি’র আঞ্চলিক কমিটির
আহবায়ক এমএ আউয়াল, সদস্য সচিব মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, সিনিয়র যুগ্ম
আহবায়ক এসএম খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক যথাক্রমে ফরহাদ হোসেন জুয়েল, মহিউদ্দিন
মইন ভুইয়া, যুগ্ম আহবায়ক ফিরোজ ফকির, আলীবুদ্দিন, আঃ হাই ফারাজী, নুর ইসলাম সহ
বিভিন্ন ব্যক্তিবর্গ। সভা শেষে মোদাচ্ছের মল্লিক-কে আহবায়ক, মোঃ আনারুল ইসলামকে
সদস্য সচিব, মহাসিন শেখ যুগ্ম আহবায়ক-১ ও মোঃ মোজাফ্ধসঢ়;ফার মোল্লা যুগ্ম আহবায়ক-২
নির্বাচিত হয়েছেন। অপর দিকে একইদিন সন্ধ্যায় একই মঞ্চে মোঃ মনিরুজ্জামান মনি-কে
আহবায়ক, ফকির শহিদকে সদস্য সচিব, ইদ্রিস আলী রুবেল-কে যুগ্ম আহবায়ক-১, ও মোঃ আল
আমীন শেখ-কে যুগ্ম আহবায়ক-২ নির্বাচিত করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে যুবদল ও
শ্রমিকদলের ১০১ সদস্যের পূনাঙ্গ কমিটি গঠন করার জন্য সভায় সিধান্ত গ্রহন করা হয়। এসময়
চার ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের
নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here