লোহাগড়ায় জেলহাজতে থাকার সুযোগে জমির গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা

0
104

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্রামে জেলে থাকার সুযোগে প্রতিপক্ষের বাগানের বাশ কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীর দাবি, তার পিতা বর্তমানে জেলহাজতে আছে। এ সুযোগ নিয়ে প্রতিবেশী সুবাস দাস জোরপূর্বক আমাদের জমির বাশ কেটে নিচ্ছেন।
ভুক্তভূগী বনি রানী দাস জানান, আমার পিতা বিবেকানন্দ দাসের নামে থাকা কচুবড়িয়া মৌজার ২৪ শতক জমিতে দেওয়ানি মামলা চলমান রয়েছে প্রতিবেশি সুবাস দাসের সাথে। (মামলা নং ৯৪/২০০৯)। এই জমিতে থাকা বাঁশ ও অন্যান্য গাছপালা ৭০ বছর বয়সী প্রতিবেশী সুবাস দাস কেটে নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে সুবাস দাস আমাকে হুমকি দেন।
এ ঘটনায় বনি রানী দাস শুক্রবার(২৩ মে) লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here