যশোরে তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু

0
184

স্টাফ রিপোর্টার : যশোরে ২৫ মে রোববার ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোরে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা। রোববার সকালে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত মেলায় অনলাইনে খাজনা পরিশোধ, ই-নামজারি, ই-পর্চা ও দাখিলা সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল সেবা সরাসরি প্রদান করা হচ্ছে। মেলায় ওয়ান-স্টপ সার্ভিসের আদলে তাৎক্ষণিক সেবা দিচ্ছেন ভূমি উন্নয়ন কর্মকর্তারা। যশোর কালেক্টরেট চত্বর ছাড়াও জেলার সাতটি উপজেলাতেও একযোগে মেলা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here