ডুমুরিয়ায় ইটবহনকারী ট্রাক খাদে পড়ে চালক নিহত

0
111

ডুমুরিয়া প্রতিনিধি। খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবাহী একটি ট্রাক খাদে পড়ে মোঃ আজহারুল মোল্লা (১৮) নামে এক ট্রাক চালক মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা গ্রামের নিঝুমপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের আলমগীর হোসেন মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডুমুরিয়া এলাকা থেকে ইটবাহী একটি (যশোর-অ-১১-৭০০৯) খুলনা অভিমুখে যাচ্ছিলেন। দ্রুতগতি সম্পন্ন ট্রাকটি সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা গ্রামের নিঝুমপুর নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে তালগাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যায়। এসময় ট্রাকে থাকা অন্য ৩জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়দের সহযোগিতায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সংবাদে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টিম, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ উপস্থিত হয়। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা ও হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল করিম জানায়, সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে এবং লাশ পরিবারের জিন্মায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here