অভয়নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের পাশে যশোর জেলা জামায়াত

0
130

যশোর অফিস : যশোরের অভয়নগরের ডহর মশিয়াহাটিতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩টি মতুয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে যশোর জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।
এ সময় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা ক্ষতিগ্রস্তদের পূর্ণ পুনর্বাসন ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।”
তিনি ও সঙ্গীয় নেতারা ক্ষতিগ্রস্ত ১৮টি ঘরের প্রতিটির জন্য তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় অভয়নগর থানা জামায়াতের সভাপতি সরদার শরিফ হোসেন, সেক্রেটারি অধ্যাপক মাহউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ মে মৎস্যঘের সংক্রান্ত বিরোধে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি খুন হন। এরপর উত্তেজিত জনতা ১৩টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
জামায়াত নেতারা শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here