নড়াগাতিতে ২ কেজি গাঁজা ও বাইকসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

0
113

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতী থানার গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে ২কেজি গাঁজা ও একটি প্লাটিনা মোটর সাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে থানার গৌরীপুর বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশ থেকে তাদেরকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও মোটর সাইকেলসহ উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের ওলিয়ার শেখের ছেলে মোঃ হাসিব শেখ (৩২) এবং মল্লিকপুর গ্রামের মৃত মোকসেদ মৃধার ছেলে ইকরাম মৃধা (৫০)।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এফ এম তারেক এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহমুদ করিম সঙ্গীও ফোর্সসহ থানা এলাকার গৌরীপুর বাজারে অভিযান চালায়। এসময় বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশ থেকে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে থেকে ২ কেজি গাঁজা জব্দ করে হয়।
এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here