ব্র্যাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা

0
308

কাগজ সংবাদ : ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের
পুনরেকত্রীকরণ কর্মশালা বুধবার সকালে যশোর কালেক্টরেট
সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ইমপ্রুভড সাসটেইনেবল
রিউন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি
মাইগ্রেন্টস ( প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন
প্রোগ্রামের আওতায় এ কর্মশালার আয়োজন করা
হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা
আজাহারুল ইসলাম। তিনি বলেন বাংলাদেশ থেকে
প্রতি বছর অনেক মানুষ কাজ করতে বিদেশে যায়। এদের
কারনে দেশে বেশি রেমিডেন্স আয় হয়। তবে সবাই
সঠিক ভাবে বিদেশে যেতে না পারায় ফিরে আসতে হয়।
আর যারা বিদেশে টিকে যায়ম তারা ভাষাগত সমস্যার
কারনে বিদেশী শ্রমিকের চেয়ে অর্ধেক বেতন পায়।
এজন্য সঠিক ভাবে বিদেশ যেতে হবে।বিশেষ অতিথি
ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল
হাসান।স্বাগত বক্তৃতা করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী
আলমাছুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক
মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সাজ্জাদ
হোসেন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের
সভাপতিত্বে বক্তব্য রাখেন জনশক্তি ও কর্মসংস্থান
অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান,
ওয়েলফেয়ার সেন্টার যশোরের সহকারী পরিচালক ফসিউল
আলম, মাইগ্রেন্টস প্রকল্পের সিনিয়র ম্যানেজার
সাজ্জাদ হোসেন, রাইটসের নির্বাহী পরিচালক বিনয়
কৃষ্ণ মল্লিক, প্রথম আলোর যশোর প্রতিনিধি
মনিরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যাঞ্চ
ম্যানেজার এস কে মাসুদুজ্জামান প্রমুখ। অনুষ্টান
পরিচালনা করেন রবিউল ইসলাম রুবেল। একজন ক্ষতিগ্রস্থ
বিদেশ ফেরত ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর
করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here