বিদায় বেলায় শিক্ষকের পা ধুয়ে জুতা পরিয়ে দিলেন শিক্ষার্থীরা

0
121

স্টাফ রিপোর্টার : দীর্ঘ শিক্ষক জীবন শেষে যাচ্ছেন অবসরে।যশোর সদর উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আহমেদকে রাজকীয়ভাবে বিদায় দিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় নিজে কাঁদলেও তার জন্য শিক্ষক-শিক্ষার্থীরাও কেঁদেছেন।
বিদায় লগ্নে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকের পা ধুয়ে পরিষ্কার করে জুতা পরিয়ে দেন। পাশাপাশি বিদায় মুহূর্তে ফুল ছিটিয়ে একটি রাজকীয়ভাবে সাজানো প্রাইভেটকারে তাকে বিদায় দেন। প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা একটি মোটরসাইকেল বহর নিয়ে শিক্ষককে নিজ বাড়িতে পৌঁছে দেন।
বৃহস্পতিবার (২৯ মার্চ) কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসলিমা খাতুন,সাবেক প্রধান শিক্ষক আবু মুসা, সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ রায় প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অবসরজনিত বিদায় আমাদের মনকে নাড়া দিয়েছে। বিষয়টা খুবই কষ্টের ও বেদনার । তিনি নিঃসন্দেহে একজন ভাল মানুষ এই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীর অশ্রুসিক্ত নয়ন তার প্রমাণ। শিক্ষকতা জীবনের অনন্য অবদানের সুফল ও ভালো কর্মের পুরস্কার এটি।
আলোচনা সভা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ, বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত ওই শিক্ষককে সম্মাননা স্মারক এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here