নিজস্ব প্রতিবেদক : ঈদুল আযহা উদযাপন উপলক্ষে সড়ক ও মহাসড়কের
জনসাধারণের যাতায়াত নিরাপদ ও নিবিঘ্ন করার লক্ষে জেলা
সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভায় বৃহস্পতিতবার
সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে বৃহস্পতিবার সকাল
সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিএরটিএএর
উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম
বলেন,
যানজট নিরসনে বাসগুলো নিদিষ্ট স্থানে রাখতে হবে।
বাসের গায়ে ৯৯৯ নম্বর লিখে রাখতে হবে। শুধু সভা করলে
হবে না। যানজট নিরসনে সবাইকে দায়িত্বশীল ভাবে কাজ
করতে হবে। যাতে করে ঈদে মানুষ নিরাপদে নিবিঘ্নে
যাতায়াত করতে পারে।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ
মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ,
বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক এ এস
এম ওয়াজেদ হাসান , চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের
সভাপতি মিজানুর রহমান খান , যশোর জেলা পরিবহন
মালিক সমিতির সভাপতি পবিত্র কাপড়িয়া, যশোর বাস
মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু।















