ঢাকুরিয়া বাজারে কুরবানি ঈদ উপলক্ষে গরু ছাগলের হাটঃ

0
151

শরিফুল ইসলাম ঢাকুরিয়া প্রতিনিধি : মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঢাকুরিয়া বাজারে কোরবানি ঈদ উপলক্ষে এক বিরাট গরু ছাগলের হাট বসেছে। এ গরু ছাগলের হাট ঢাকুরিয়া বাজারের ফুটবল খেলা মাঠের পাশে রথ খোলায় বসে। ঐতিহ্যবাহী ঢাকুরিয়া বাজারের এই গরু ছাগলের হাট ২৯ শে মে বৃহস্পতিবার বিকাল ৩ঃটা থেকে শুরু হয়। ঢাকুরিয়া বাজারের বণিক সমিতির সভাপতি আব্দুল হান্নান ও সেক্রেটারি আবিদুর রহমান টোকোন সহ আরো অন্যান্য সদস্য ও এলাবাসির উদ্যোগে এ গরু ছাগলের হাট শুরু হয়। ঢাকুরিয়া বাজারের বণিক সমিতির সভাপতি আব্দুল হান্নান জানান আমাদের এই বাজার থেকে মনিরামপুর বাজার অনেক দূরে হওয়ার কারনে আমাদের এলাকা থেকে অনেক গরু ছাগল মনিরামপুর বাজারে নিয়ে বিক্রি করা আমাদের জন্য আসম্ভব হয় সেজন্য আমরা আমাদের এই গ্রাম্য বাজারে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে গরু ছাগলের হাট বসানোর উদ্যোগ নিয়েছি। এই গরু ছাগলের হাটে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে প্রথম পর্যায়ে গরু ছাগল কিছু কম ছিল কিন্তু আস্তে আস্তে বাজারটিতে গরু ছাগলে কানায় কানায় ভরে যায় এবং ক্রেতা ও বিক্রেতারা আসতে থাকে। এ নিয়ে এলাকার লোকজনের খুব সাড়া পড়েছে এবং স্থানীয় লোকজনেরা তাদের এই বাজারে বণিক সমিতির উদ্যোগে যে হাট শুরু হয়েছে এ হাট যেন শুধু ঈদ উপলক্ষে না হয়ে ঈদের পরেও যেন প্রতি হাটবারে তারা এই হাটে এসে গরুর ছাগল বিক্রি করতে পারে সেজন্য বাজার কমিটির কাছে ক্রেতা এবং বিক্রেতারা দাবি জানিয়েছেন। ঢাকুরিয়া বাজার কমিটির কিছু লোকজন বলেন এ বাজারকে সুন্দর স্বাবলম্বী সুশৃংখল এবং ঢাকুরিয়া বাজারটা যেন এই এলাকার একটা সর্বজনীন প্রাণকেন্দ্র হতে পারে সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমরা এলাকাবাসীর সহযোগিতা কামনা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here