শার্শা সীমান্তে অস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক

0
100

যশোর অফিস : যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে আটটার দিকে সীমান্তের পাঁচভুলোট সর্দারপাড়ায় অভিযান চালিয়ে আব্দুল মজিদ (৪৮) ও ইছা সর্দার (৫০) নামে দুইজনকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে ২টি ৯ এমএম পিস্তল (মার্কিন তৈরি), ২টি খালি ম্যাগাজিন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
যশোর সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পিস্তলগুলো মাটির নিচে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here