যশোরে তামাক মুক্ত দিবস উদযাপন

0
100

নিজস্ব প্রতিবেদক
র‌্যালি,আলোচনা, লালকার্ড প্রদর্শন ও শপত বাক্য পাঠ
করানোর মধ্যদিয়ে যশোরে বিশ^ তামাক মুক্ত দিবস
উদযাপন করা হয়েছে। তামাক কোম্পনীর কূটকৌশল
উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ
গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের
উদ্যোগে শনিবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা
হয়।
সকালে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। বেলুন ও
ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করে জেলা প্রশাসক
আজাহারুল ইসলাম। তিনি বলেন, মাদকের শুরু তামাক
দিয়ে হয়। তাই তামাকের উৎপাদন নিয়ন্ত্রণে আনতে
হবে। কোম্পানী গুলোর প্রলোভন ও চক্রান্ত থেকে দুরে
থাকবে হবে।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)
নাজিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও
আইসিটি) খান মাসুম বিল্লাহ, সিভিল সার্জন
ডাক্তার মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি
জাহিদ হাসান টুকুন, জামায়াতের আমির গোলাম
রসুলসহ বিভিন্ন এনজিও কর্মী ও শিক্ষক শিক্ষার্থী।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তামাককে লাল কার্ড
প্রদর্শন করেন। লাল কার্ড প্রদর্শনের পর জেলা প্রশাসক
আজাহারুল ইসলাম শিক্ষার্থীদের শপত বাক্যপাঠ করান।
কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে
শেষ হয়। এরপর কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য
রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সিভিল
সার্জন ডাক্তার মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের
সভাপতি জাহিদ হাসান টুকুন, তামাকের উপর
প্রেজেন্টেশন উপস্থাপন করেন এনডিসি মাহিন
দায়ান আমীন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা
প্রশাসক(সার্বিক) নাজিবুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here