যশোরে রামনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন করেন অনিন্দ্য ইসলাম অমিত

0
344

নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রামনগর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন করেন, জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (৩১শে মে) দিনব্যাপি সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। রামনগর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে এবং সদর উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি, অধ্যাপক আব্দুর খান ভারপ্রাপ্ত সভাপতি সদর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি আনজারুল হক খোকন সাধারণ সম্পাদক যশোর সদর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি আব্দুর রহিম যুগ্ম সাধারণ সম্পাদক যশোর সদর উপজেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক, আরশাফুল ইসলাম মিঠু সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি, রামনগর ইউনিয়ন বিএনপি সিনিয়ার যুগ্ম আহবায়ক মারুফ হোসেন, সিরাজ মোল্লা সদস্য মাসুদুর রহমান শামীম, সদস্য সচিব রাজু আহমেদ, মাজহারুল ইসলাম রাজিব, আলমগীর হোসেন আলম, রামনগর যুবদলের সভাপতি লিটন সরদার, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান ডালিম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমু, ছাত্রদলের সভাপতি আল মামুন সাধারণ সম্পাদক শামীম হোসেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির হোসেন, সদস্য সচিব কৃষ্ণপদ বিশ্বাসসহ রামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ডাক্তার বিশেষজ্ঞ গণ হলেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ দেবাশীষ দত্ত, কিডনি বিশেষজ্ঞ ডাঃ ওবায়দুল কাদির উজ্জ্বল, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাশেদ রেজা ও ডাঃ এ এইচ এম মনিরুজ্জামান, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কাদের ও ডাঃ মোশফেক উর রহমান, বক্ষব্যাধির বিশেষজ্ঞ ডাঃ আজিম উদ্দিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ মিঠুন কুমার দে, শিশু বিশেষজ্ঞ ডাঃ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ মনিরুজ্জামান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নার্গিস আক্তার ডাঃ শারমিন নাহার পলি, ডাঃ জেসমিন সুলতানা, ও দিলরুবা ফেরদৌস ডায়না, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ শফিউল আলম, ডাঃ সাঈদুর রহমান, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ এস এম শাহাবুল করিম ও ডাঃ ইউনুস হোসেন, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ তমিজ উদ্দিন শেখ, শিশু সার্জারী বিশেষজ্ঞ ডাঃ এম এ গোলাম কিরবিয়া ও ডাঃ মাসফিকুর রহমান স্বপন, দপ্তরোগ বিশেষজ্ঞ ডাঃ তানভীর হায়দার তমাল, ডাঃ শাকিল আহমেদ শুভ্র। পরীক্ষার মাধ্যমে রোগীদের ফ্রি ওষুধ বিতরণ করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here