যশোরে জুতার সোল থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

0
287

যশোর অফিস : যশোরের ঝুমঝুমপুর এলাকায় বিশেষ অভিযানে ১২টি স্বর্ণের বারসহ লিটন রায় (৫০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
বিজিবি জানায়, লিটনের জুতার সোলের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১কেজি ৩শত ৯৭ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে লিটন জানায়, তিনি স্বর্ণগুলো ঢাকার শাখারী বাজার থেকে সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহ সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা। আটক লিটন রায়ের বাড়ি ঢাকার কোতোয়ালী থানার শাখারী বাজার এলাকায়। বিজিবি তাকে স্বর্ণসহ যশোর সদর থানায় হস্তান্তর করেছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তে স্বর্ণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা ও অভিযানিক তৎপরতা চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here