শরিফুল ইসলাম ঢাকুরিয়া প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার গাবুখালী কলেজ মাঠে স্থানীয় তরুণ ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। খেলাধুলার উন্নয়ন ও তরুণ সমাজকে উৎসাহিত করার লক্ষ্যে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের নেতৃত্ব দেন মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার মতিয়ার রহমান।
খেলাধুলা শুধু শারীরিক চর্চা নয়, বরং একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে—এই মর্মে মাস্টার মতিয়ার রহমান বলেন, “আমাদের সন্তানদের যদি মাঠে ফেরানো যায়, তাহলে সমাজে মাদক ও অপসংস্কৃতির প্রভাব কমে আসবে। তাই ক্রীড়া চর্চার প্রসারে আমাদের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে আরও সক্রিয় হওয়া প্রয়োজন।”
এ সময় উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম হোসেন, যিনি বলেন, “প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উপকরণ প্রদান করা হলে তারা জাতীয় পর্যায়েও সাফল্য আনতে পারে। আমাদের লক্ষ্য, প্রতিটি গ্রামের মাঠে আবারও খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকরাজ মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিএনপি কর্মীবৃন্দ।
এই আয়োজনকে কেন্দ্র করে গাবুখালী এলাকায় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা মনে করেন, এমন উদ্যোগ তাদের মেধা ও শারীরিক সক্ষমতা বিকাশে সহায়ক হবে। ক্রীড়া-সংস্কৃতির প্রতি নেতাদের এমন ইতিবাচক মনোভাব স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।
স্থানীয়দের মতে, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি এভাবে সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন, তবে তা শুধু তরুণ প্রজন্মই নয়, গোটা সমাজের জন্যই আশার বার্তা বয়ে আনবে।















