স্টাফ রিপোর্টার : “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সদর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে যশোর সদর উপজেলার হলরুমে আলোচনা সভার মাধ্যমে এই সমাপনী অনুষ্ঠিত হয়।
যশোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার,
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী, সিনিয়র মৎস অফিসার রিপন কুমার ঘোষ, মেডিকেল অফিসার ডাঃ ইলমা রহমান , মেডিকেল অফিসার মমতাজ পারভিন, গুলশানারা রহমান ইউপিআই কর্মী আফজাল হোসেনসহ স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “শিশু থেকে প্রবীণ—সবার জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা একটি জাতীয় দায়িত্ব। সুস্থ জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই। পরিবার ও সমাজে পুষ্টি-সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যবান ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব।” বক্তারা পুষ্টি নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া হতদরিদ্র নারীদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।















