আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আলমগীর গ্রেফতার

0
110

রাহাত আলী,মণিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি)
চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে
পুলিশ। বুধবার(০৪জুন) দুপুর ১টার দিকে মনিরামপুর বাজারের
সোনালী ব্যাংকের নিচ থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার
করেছে থানা পুলিশ। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
বাবলুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আলমগীর হোসেন রামনগর গ্রামের ওমর আলীর ছেলে। তিনি
মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য।ওসি বাবলুর রহমান বলেন,
চেয়ারম্যান আলমগীর হোসেন নাশকতার সাথে জড়িত। তাঁকে
নাশকতার একটি মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে রোহিতা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ
উদ্দিনকে পরিষদ থেকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাকে
মনিরামপুর থানায় দায়ের করা একটি হত্যা ও একটি নাশকতার
মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল। এরপর
আদালত হাফিজ উদ্দিনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here